¡Sorpréndeme!

SSC Scam: 'যতদিন আস আছে, ততদিন পাশে আছি..এদের সর্বনাশ দেখে ছাড়ব', প্রতিবাদে পথে নেমে বললেন প্রবীণ | ABP Ananda LIVE

2025-04-10 1 Dailymotion

ABP Ananda LIVE: চাকরি ফেরত চেয়ে পুলিশের লাঠি-লাথি, রাজপথে প্রতিবাদের ঢেউ । পুলিশের মার খেয়েও চাকরি ফেরত চেয়ে ফের পথে শিক্ষকরা । শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল । চাকরিহারাদের মিছিলে সামিল নাগরিক সমাজ । পথে নামলেন আর জি কর কাণ্ডে আন্দোলনকারীরাও ।  মার খেয়েছেন শিক্ষকরা। প্রতিবাদে গর্জে উঠল নাগরিক সমাজ। বয়স ভুলে, পিঠে পোস্টার লাগিয়ে পথে প্রবীণরাও।